দেবার মতো কিছু নেই হে বৎস!
এ উপদেশ ক'টিই পৈতৃক সম্পদ ভেবো।
ভালো মানুষ হও,সত্য-সুন্দর বুকে করে লালন।
আত্মদম্ভে নয়,মনুষ্যত্বে বড় হও।
কখনো হবে না ধর্মের প্রতি উদাসীন, পঞ্চশিলার এটাও একটি ।
দেশকে মা ভেবো,আর সকল মানুষকে আত্মীয়পরিজন।
প্রতিদিনের প্রার্থনায় রেখো-
মায়ের মতো দেশের কল্যাণ কামনা।


বড় বড় ডিগ্রিতে নয়,গর্ব করো "দেশপ্রেমিক"-এ সার্টিফিকেট অর্জনে ।
ঘৃণা করো লোভকে লোভী হওয়ার আগে।
সম্পদের স্তূপে নয়,নিজের নামটি রেখে যেও মানব কল্যাণে।
ছবি হয়ে ঝুলে থেকো ঘরের দেয়ালে-দেয়ালে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ।
উপঢৌকন স্বরূপ প্রজন্মকে দিয়ে যেয়ো এ পৈতৃক উপদেশনামা।