নুর - নবীজির  দ্বারে  এসে  গ্রাম্য এক  সাহাবী
কাতরকণ্ঠে  করলো  দাখিল একটি উটের দাবি।
মুচকি হেসে বললো রাসুল(স)কৌতুক ভরা গলে
উটের বাচ্চা  দেবো তোমায়  দুঃখ ডুবাও  জলে।
মুখখানা তার  মলিন হলো  একটু বোঝার ভুলে !
চিন্তার রেখা উঠলো ফুটে কথার  প্যাঁচ না খুলে।
সবল উটের ভীষণ ঠ্যাকা সওয়ার হওয়ার তরে
উটের বাচ্চা আসবে কাজে?বললো বিনয় স্বরে।
খোদার হাবিব বললেন এবার ও সাহাবী শোনো
বড় উট'টি দিলেও সে তো উটের বাচ্চা'ই কোনো।


উপদেশঃ কৌতুকের ছলেও আমাদের প্রিয় নবীজি (সাঃ) মিথ্যে বলতেন না।