চক্ষু বুজে  একটিবার'ও ভাবছো নি'কো  কেহ ?
যায়  ফুরিয়ে যৌবন  কেন ? বৃদ্ধ  হয় এই  দেহ ?
জীব - সকলেই বাঁচতে চাহে চায় না কেহ মরণ
অনিচ্ছাতেও সবাই তারে কেন করে নেয় বরণ?
সময় কোথায় এসব ভাবার?  মনটা গেছে মরে
চোখ বুজিলে আঁধার দেখি যেমন ঘুমের ঘোরে।
কৃত-কর্মের  ফলটা  লয়ে   ফিরবে সময়  শেষে
মানব দেহের গঠন  প্রভু    দিছেন তেমন  বেশে।
দিন  ফুরালে  সন্ধ্যা আসে   যৌবন শেষে  জরা
মৃত্যু   চুম্বন   করে    মানব     বাধ্য   দিতে  ধরা ।
বারযুখেতে  হয়গো  সৃজন  দেহের  নতুন ধরন
যৌবন শেষে আসে জরা   দেয় হানা তাই মরণ ।
সেই দেহটার নেইকো মরণ আজাব-গজব সয়ে
অনন্তকাল  থাকবে  সুখে   কেউবা  পূণ্য   লয়ে ।
সেই দেহটা   এই  ধরাতেই     পেতো মানব  যদি
অমর-অক্ষয়--এই চেতনায় করতো আরো বদি।