চাকরি পাইনি  পড়া শেষে
করবো কি আর  আমি ?
পেশাটাকে বেছে নিলাম
ভাড়া  খাটা  স্বামী ।


পেশাটা খুব   সম্ভাবনার  !
যে যাই বলুক  পাছে,
চেহারাটা  হ্যান্ডসাম  হলে
মার্কেট  ডিমান্ড  আছে  !


অবাক হলেন  সবাই  দেখি  !
একটু সবুর করেন ,
ধৈর্য্য ধরে মনোযোগে
কাব্য খানি পড়েন ।


কাটছে ভালো দিনগুলো আজ
কামাই রোজগার ভারী ,
নেই অফিসে কাজের প্রেসার
নেই'কো বসের ঝারি ।


বিয়ে  ছাড়াই  ছয়টি বৌয়ের
ভাড়া করা  পতি !
মাস ফুরালেই  ভাড়া ওঠে
হাজার  তিরিশ  অতি ।


লোকের চক্ষু  ফাঁকি  দিতে
কতোই  নাটক চলে !
নকল  বৌয়ের  সাথে যেতে
হয়  যে  শপিং  মলে ।


কখনো'বা  বাজার  করি
বৌ-দের টাকায় হেসে,
সিডিউলে পালা করে
প্রতি  সপ্তায়   এসে ।


অভিনয়ে  আজকে যেন
আসল নায়ক  রাজা,
পূণ্য - পাপের  ধার ধারি না
দেয় না  বিবেক সাজা ।


প্রশ্ন সবার  জাগছে  মনে
বলছি কি সব  কু-খোশ !
এক্ষুনি ভাই  দিবো খুলে
আজব পেশার  মুখোশ ।


নানান কাজে  যে সব নারীর
স্বামীর  আই'ডি  লাগে,
তাদের সাথে  চুক্তি করে
দালাল আনেন বাগে ।


পাসপোর্ট  কিংবা  বাসা ভাড়া
এনজিও  ঋণ  পেতে,
রেডিমেড  সে স্বামী খোঁজে
কেউ বা জ্বালায় মেতে !


ছাত্রী - কলগার্ল   প্রবাসীর বউ
সবাই স্মার্ট  ক্লেভার ,
বিচিত্র সব  ক্লায়েন্ট  আমার
ভিন্ন  ভিন্ন  ফ্লেভার  !


মনটা আমার  সব  সময়ে
তাদের তরেই  কাঁদে  !
স্বামী  বিহীন  যে সব নারী
পড়ে  করুণ  ফাঁদে  !


বাধ্য  হয়ে  শেষে  তারা
খোঁজে স্বামী  জোয়ান,
রথও  দেখি  কলাও বেঁচি
যেন  টু   ইন  ওয়ান  !


মাঝে মাঝে   উপরি আয়
অনটাইমের   চুক্তি ,
ডুয়েল ছবি  তোলা  শেষেই
এক  নিমেষে  মুক্তি ।


ভূয়া  স্বামীর  প্রক্সি  দেওয়া
পেশাটা  খুব  দারুণ  !
এক নামেতে   যে  কেউ  চিনে
বললে  জামাই  হারুন  !


খুব  আয়েশে  আছি  আমি
বিনা শ্রমের  কামাই  !
বৌ-বাচ্চাকে রাখতে ভালো
সাজছি নকল জামাই  ।।