++++++++++++++++++++


পারস্য গালিচা পাতা হৃদয়
কাশ্মীরি শালের মতো শরীরের ওম
প্রশান্ত তরঙ্গের নিটোল মুক্তার মত গাল
রক্তাভ রৌদ্রের মত অহমিকা
হৈমন্তী কুয়াশার মেয়ে।


কি নাম তোমার ?


স্ট্রবেরি ঠোঁট বলল- অনামিকা।


সবুজ-গঙ্গা ফড়িং রঙ শাড়ি
এলোচুলে ঝাউয়ের ছায়াঘন পল্লব
চোখের পাতায় জ্যোৎস্নার স্পন্দন !


কেন কান্তারের পথে ?
এসো শিশির সুবাসের মতো
রাত্রির কিনার ঘেঁষে
শিরিষ প্রাণের কবিতা আশ্রমে
আলোর উচ্ছ্বাসে।


++++++++++++++++++++