বহুদিন আগেই উইপোকার শিকার মন
সদর দরজা নিশ্চিহ্ন
আগাছা ও লতাপাতা দখল করেছে
অবিশ্বাস্য বিশ্বাসে
এক ইঞ্চি পুরু ধুলোয় অন্দরমহল
ঝাড়পোঁছের স্পর্শ নেই
বার মহলের দেওয়াল খোদাই করে আস্থা
অমাবস্যা রাত্রির গা ঘেঁষাঘেষি
তারাদের চোখে সুস্পষ্ট করুণা
টুঁ শব্দ নেই
বাতাসের পদচারণায় দ্বিধা
মুখে কুলুপ এঁটে অবয়ব
চুরুটের ছাই ঝেড়ে গেছে সময়
আসবে ফিরে ঠিক
এই লবঙ্গ হ্রদের আনাচে কানাচে।
      ------------_-----------