ইচ্ছা নিভলে সন্ধ্যা ঘনায় অন্দরে
বন্ধ্যা সময় সন্দেহে থামে পলকে
সঙ্কট বেলা খেলে যে বুকের কন্দরে
অনন্ত পথ সঙ্গী খোঁজে রে অলকে।


অন্ধ জীবন বন্ধ চোখের বন্দরে
বোবা কান্নারা শক্ত যেমন বরফে
বন্দী প্রাণটা দ্বন্দ্বে হারায় ছন্দ রে
তল্লাশি চায় জীবন শ্লেটের হরফে।
          ----------