🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


খুশির কুঠুরি খোল লাগিও না চাবি
রোদ মেখে এই বেলা বেলফুলে সাজি
নোঙরে জীবন বাঁধা দেখি স্বপ্নরাজি
আটপৌরে দিন গুলো হোক জলছবি।


ঊষার ঘোমটা খোলা চেয়ে দেখো রবি
ডুরে শাড়ি গাঙচিল একমুঠো বাজি
রাঙা হলো মনে মনে নয় গররাজি
উড়ি আমি একা একা প্রাণে এসো কবি।


আঁখিপাতে প্রেমময় মাটি মেশে লাজে
মনের খাজনা তুলে যাও কোন দেশে?
আমিও যে চাই যেতে অন্ধ তোমা বিনে।


একবার ফিরে চাও শঙ্খধ্বনি বাজে
প্রদীপ জ্বলবে দেখো ক্লান্ত রাত শেষে
হিয়া কোনে তৃষা জমে নাও তুমি চিনে।


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷