উল্লসিত নিম্নচাপের অস্থির চোখ
ব্যগ্ৰ সমুদ্রমন্থনে ডেকে আনে
বেকারত্বের অসহায়তার মত
অরন্যের  জরায়ু ছিঁড়ে অবলা বিচ্ছেদ;
টলমলে পায়ের নিরপরাধ ঘুম
শশকের চমকের মত ফ্যাকাসে ইচ্ছেয়;
রাত্রির জানালায় স্ফীত মাতাল হুংকার,
বিরামহীন পীড়ন উত্তুঙ্গ মাস্তুল ভাঙে;
আঁধার কারা জেগে ওঠে
শান্তির তপস্যার অঞ্চলে যেন ক্লাইভের খঞ্জর
বুদবুদ পল চেখে যায় নোনতা মৃত্যুর স্বাদ..
শোকের ঝাঁঝালো গন্ধ ক্লান্ত সভ্যতার দ্বীপে
নশ্বর মাটির ঘর খারিজ করেছে-
মুচড়ে ওঠা বুকে
মালকোষের মূর্ছনা।
         ----------