সেই অন্ধকার পিছু ডাকে মোরে বারে বারে,
        ফিরি একান্তে সেই গভীর রাতে;
যখন সারা দেশটা ঘুমায়, গভীর অচেতনায়,
       ভাবনার ডালি খুলি হৃদয়ের সাথে।


জগতের কত খেলা, অন্তরে ভাসায় ভেলা,
          চুপি চুপি অসীমের পথে;
হায়রে জীবন মন, কোথা পাবি সেই ধন,
          পরাণের পাল তোলা রথে?


সময় যে অতি ছোট, ফুল তুমি তরা ফোটো,
          কুঁড়িতে মিটিবেনা সাধ;
জগতের ঐ রূপ রস, মানুষ তো তাতে বশ,
         বুঝি ঐ কেটে গেল রাত।


কত কি যে পাওয়ার ছিল, না পেয়েই পরান গেল,
          চারিদিকে শুনি সেই নাদ;
আমি কক্ষচ্যুত হবো যবে, কিছু আর নাহি রবে,
          দেখিবো শূন্য মোর দুই হাত।
          
১লা চৈত্র, ১৪২৪,
ইং ১৬/০৩/২০১৮,
শুক্রবার, বিকেল ৪টা। B.K. 422.