এ আমরা কারা?
জানতেই পারলাম না,
বুঝতেই পারলাম না,
                শেষ হয়ে গেলাম।


শেষের থেকে শুরু করে,
        পিছন পানে চাইনি ফিরে,
সব কিছু মোদের পড়ে আছে,
   অতীতের সেই স্মৃতির ভীড়ে।


দেখ না চেয়ে আপন করে,
অরূপ রতন মিলতে পারে,
                       সেই সুদূরে;
আকাশ ভরা চাঁদের আলোয়,
আর তারার ওই ঝালর বাহার,
দ্বীপ্তি ছড়ায় এই ধরার পরে,
                      এমনি করে।
আমরা কেন রইবো পরে,
                     আঁধার ঘরে?


আয়রে তোরা সবাই মিলে,
দেখবো এবার হৃদয় খুলে,
চেতন আলোর সূর্য্যটাকে,  
               আনব তুলে;
ছড়িয়ে দিয়ে আলোর ধারা,
বুঝিয়ে দেব আমরা কারা,
পশ্চাদ-পদ হবো না আর,
                কোন ভুলে।
২৩শে ভাদ্র, ১৪২৫,
ইং ০৯/০৯/২০১৮, রবিবার, সকাল ৯টা।  ৫৭৮ তাং ১০/০৯/২০১৮