আমরা হারাতে চলেছি-
         আমাদের আনন্দের সংস্কৃতি;
ধর্মীয় জিগির তুলে-
       এলো এ কোন গুরু বৃহস্পতি।


ছিলাম তো ভালো-
       একত্রে সবাই ভাই বন্ধু হয়ে;
দরগায় পূজো দিতাম-
       বৌদ্ধ, খৃস্টান, হিন্দুরা মিলে।


কোথায় হারায়ে যাবে-
      মিলনের এই- পুন্য তীর্থ ভূমি;
আসো, যাও, খেয়ে নাও-
      পয়সার দাপটে-এ কোন সংস্কৃতি।


আসো বন্ধু- হাতে-হাত ধরি,
বাঁচাতে হবে মানুষ ও মানবতা-
সবাইকে একসা্থে করি।


৩রা বৈশাখ, ১৪২৪,
ইং ১৭/০৪/২০১৭,
সোমবার, বেলা ১১.৩৭ ।