গল্পের গল্প সেইতো ধর্ম,
জগৎবাসীকে রেখেছে বেঁধে  আষ্টেপিষ্টে,
কাল ক্রমে পৌঁছে গেল,
এই জনগণের নিত্যদিনের কালচার কৃষ্টে।


কৃষ্টি হতে বের হওয়া
কঠিন বটে;
এক জীবনে হয় না বন্ধু,
ক্রমে ক্রমে ঘটে।


বিপদ থেকে মুক্তির আশায়
সবাই ভাবে;
এই করোনাটা তাই দেখালে,
আপন করে।


কত অশুভরা এই জগৎটাকে ,
রাখছে ঘিরে;
গায়ের জোরে মারছে মানুষ,
দেখেছি বীর শহীদ সাদ্দামেরে।


দীর্ঘমেয়াদী কঠিন লড়াই,
লড়তে হবে;
এই জগতে তবেই মানুষ,
মুক্তি পাবে।


২২ শেষ জৈষ্ঠ্য,১৪২৭,
ইং  ০৫/০৬/২০২০,
শুক্রবার সকাল ১১:০১। ১০৩৩, ১০/০৬/২০২০।