এ শুধুই সত্য নয়, চরম সত্য-
অমানুষ যারা আর দ্বিচারিণী যারা হয়;
ব্যক্তি চিন্তায়, ব্যক্তি সুখে ডুবে থাকে তারা,
সমাজ, সংসার তাদেরকেই পায় বড় ভয়।


অর্থ সুখে, দেহের সুখে,
          সুখের সংসার হয় ছারখার;
দুপুরের শেষে ধীরে যায় অস্তাচলে,
        চেতনায় আসে কোথা পরপার?
তাই ভাবি-
সময় কালে চেতনার ভালে,
      যদি পরাতে পারিত তিলক টিপ;
তবেই-
এই ধরণীর বাস, হতো না তো নাশ,
        সুখ শান্তির আবহ থাকিত ঠিক।


২৬শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ১০/০৬/২০১৮,
রবিবার, রাত ১১টা। 552 dtd 13/08/18.