এই জীবনে যাহা চেয়েছিনু,
       পাইনি তো মোরা কিছু;
বেশী কিছুর ছিল না দাবী,
       আমাদের চাওয়ার পিছু।


দু-মুঠো ভাতে, জীবনের সাথে,
     থাকবো মিশে,
শুধু সেই কথাই মনে ভেবেছি।


হাসি খুশি রবো, প্রাণে প্রাণে কবো,
    সুখ দুঃখের কত কথা;
সবই আজ হারা, প্রাণময় যারা,
    পলে পলে জাগে ব্যথা।

এই জন্মভূমি বন্ধু তোমার আমার,
    সবার সমান অধিকার আছে;
একজন খাবে, অন্যেরা চেয়ে রবে,
    এ দূঃখ বলবো কাহার কাছে?


যে সম্পদ মা রেখেছে বক্ষে ধরে,
কিছু মানুষ-
কেন ভোগ করবে গায়ের জোরে?


জন্মেছি যখন মৃত্যু তো হবেই
         এড়াবো কেমন করে?
এ যে মানুষের হকের পাওনা,
        পেতে হবে জোর করে।


১০ই আষাঢ, ১৪২৫,
ইং ২৫/০৬/২০১৮,
সোমবার, সকাল ৯টা। ৫১৪ তাং ২৭/০৬/১৮।