আবেগ কোথায় হারিয়ে গেল,
         বেগ এসে তার জায়গানিল;
জন্ম থেকে তাই তো ছোটা,
         ছুটতে ছুটতে প্রাণটা গেল।


শূন্য কি সব পূর্ণ হবে?
অনাদরী আদর পাবে।
            বিশ্ব জূড়ে হিংসা-দ্বেষ,
           কেমনে হবে তার শেষ।
আশায় মোরা বুক বাঁধি,
আর নিরাশাতে শুধুই কাঁদি।
       নিরব যন্ত্রনা সেই বুকের মাঝে,
       সাঁঝের বেলায় তাই তো বাজে।
শেষ করে দেয় চাওয়া পাওয়া,
হৃদয় বীনায় তাই তো গাওয়া।
   ঝরা ফুলের পাঁপড়িগুলো শুকিয়ে যাবে,
   ধরার ধুলায় রেনুর মত ছড়িয়ে রবে।


তোমার দেহে- পরান মাঝে-
           সেই কণা যে রইবে মিশে;
জ্বালবে আলো আঁধার রাতে;
             দিতে তোমায় পথের দিশে।


আবেগ ছাড়া বেগ আসে না,
          বেগের রথে আবেগ রথী;
সেই জন্ম-মৃত্যুর এই খেলাতে,
         জীবনের সাথে মরণ সাথী।


২৮শে ভাদ্র, ১৪২৪,
ইং ১৪/০৯/২০১৭,
বৃহস্পতিবার, বেলা ৩টা।