দুঃখ ছাড়া সুখ নয়,
সুখে তাই বড় ভয়।
সুখ-দুঃখ মিলেমিশে,
দেখায় পথের দিশে।


আঁধার ও আলোর খেলা
সুখ দুঃখের যেন ভেলা
মানুষের জীবনের সাথী;
সুখের আনন্দে হাসি,
দুঃখের ব্যথাতে কাঁদি
হাতে হাত ধরে চলে সাথী।


মান অভিমানের পালা,
ভালোবেসে পরায় মালা,
প্রেমিক প্রেমিকার গলে;
সুখে দুঃখে হাসি কান্না,
ভাবে সবাই আর না,
সেই ধারা জগৎময় চলে।


২৬  শে পৌষ, ১৪২৬,,
ইং ১২/০১/২০২০,
রবিবার সকাল ৮:৩০। ৮৮৮, ১৬/০১/২০২০।