আদির অন্ত নাই,
অন্তবিহীন আদির কথা
ভাবা যে কঠিন;
কোথায় আদি কোথায় অন্ত,
বুঝিনা উত্তর-দক্ষিণ?


কভু প্রভাত আঁধারে ঢাকে,
অস্তে আলোকিত;
পূর্ব-পশ্চিম গোল পাকায়,
জীবনে বিস্তৃত।


সৃষ্টি আদি, অন্ত শেষ,
স্রষ্টার সৃষ্টিতে থেকে যায় রেশ;
থাকি চিন্তনে, বুঝিতে পারিনা,
তবুও আনন্দে কেটে যায় বেশ।


প্রকৃত প্রকৃতির শিক্ষা-
নেই না তো মোরা;
দীক্ষা গুরুর দক্ষিণা,
মোদের এই ধরা।


যদি বুঝতাম ভাবতাম,
প্রকৃত শিক্ষার কথা;
জগৎ সুন্দর হতো,
থাকিত না ব্যথা।


১৫ ই ফাল্গুন,১৪২৬,
ইং ২৮/০২/২০২০,
শুক্রবার সকাল ৯:৫৯। ৯৪২, ১০/০৩/২০২০।