সকাল-বিকাল গভীর রাত,
হজম হয় না পেটের ভাত।
ঘরের মধ্যেই বসে থাকি
আঁধার শেষের কত বাকি?


প্রশ্ন করি নিজের কাছে,
এইভাবে কি মানুষ বাঁচে?
বন্ধুহারা স্বজনহারা বৃদ্ধ যারা,
ঘরটাই আজ কঠিন কারা।


শেষ জীবনে এমন হবে,
কে আর ভেবেছে কবে?
তবুও তো হলোই হলো,
আমরা মানুষ কেমন বলো?


নিজেদের দোষে নিজেরা মরি,
দিয়ে নিজের হাতে গলায় দড়ি।
এই আত্মহত্যা কি অপরাধ,
পাচ্ছে মানুষ মৃত্যুর স্বাদ।


জাগুক বিবেক জাগুক চেতনা
উঠুক জেগে সেই পরি-বেদনা।
শেষ হউক ওই হিংসা-দ্বেষ,
মুছে যাক সব জাতিবিদ্বেষ।


ধরার মানুষ মোরা ভাই ভাই,
আর হিংসা দ্বেষের কথা নাই।
আত্মায় আত্মায় মিলে সবাই,
এই ধরাতেই বাঁচতে চাই।


২৩ শে আষাঢ়,১৪২৮,
ইং  ০৯/০৭/২০২১,
শুক্রবার রাত ১২টা। ১৩৭৩, ১০/০৭/২০২১।