নিরন্ন অন্ন চায়, বিবস্ত্র কি বস্ত্র পায়?
             দেখি মোরা নির্নিমেষে;
অনাসৃষ্টি- সৃষ্টি করে শুধুই তার শক্তির জোরে,
            ধরণীকে ভরে দিল বিষে।


নীল হলো দেহ তার, কে নেবে ভার তার,
               নিরব এই মনুষ্যসমাজ;
অক্ষমের ক্ষমতা কোথায়? সব ভাবনা বৃথা যায়,
              দেখি চেয়ে নৃশংসের রাজ।


অন্ন বস্ত্র বাসস্থান নির্মমতার সেই গান,
                শোনে মানুষ মুখ বুজে;
ধর্ম বর্ণে হানাহানি, দেখে কত জ্ঞানী গুণী,
             গাঁ ভাসায়ে বাঁচে এই রাজে।


মান সম্মান মানুষের হুশ, সবই কি হলো বেহুশ?
                 মুক্তি তবে কবে পাবে?
মুক্তি কোথায়? জীবন শেষ হবে শুধুই কি ব্যথায়?
               আমরা সবে মিলব কবে?


আগুন ঝরা দিনের আলো আমাদেরই জ্বালতে হবে,
                     ঐ জ্বলন জ্বালা সয়ে সয়ে;
মুক্তির পথ খুঁজতে গিয়ে কঠিন লড়াই লড়তে হবে,
                       হয়তো বা জীবন দিয়ে।
                      
সত্যের পথ পাব মোরা, মুক্ত হবে মোদের ধরা,
                          আমাদেরই আত্মদানে;
স্বর্ণাক্ষরে লিখব নাম, সুন্দর হবে এই ধরাধাম,
                       বৈচিত্র্যময় সৃষ্টির কাননে।


১১ই আশ্বিন, ১৪২৬,
ইং ২৯/০৯/২০১৯,
রবিবার, সকাল ৮টা। ৭৯৬, ০২/১০/২০১৯।