জন্মের পরে ধরণীকে ধরে,
মোদের যাত্রা শুরু;
মেকি জ্ঞানীগুণী ফেরিওয়ালাদের,
ভেবেছিলাম স্বপ্নের গুরু।


তাদের ভাবনার রঙিন চশমা
পরিয়ে দিয়েছিল চোখে;
তাহাই বুঝি কাল হল মোদের,
আজ প্রোথিত মোদের বুকে।


প্রকৃতি বলে সাম্যের কথা,
আর ওরা বিভেদ টানে;
স্বাভাবিক প্রাণ উথাল পাথাল,
ভেসে যায় বুঝি বাণে।


ভন্ডামি আর স্বার্থপরতা,
শুধুই অজ্ঞানীর আস্ফলন;
শাসনের নামে রক্তের হোলি খেলা,
এরই নাম বুঝি ঝুলন?


এই গণতন্ত্র হলো ওদের মন্ত্র,
জনগণকে দিয়েছে কানে কানে;
না পারে ওগরাতে, না পারে গিলতে,
সবাই ভাসিছে অশান্তির বাণে।


আজ মন্ত্রমুগ্ধ আমরা সবাই,
দলে দলে ছুটে যাই;
ভালো-মন্দ কিছুই বুঝিনা,
আমরা ওদেরকেই কাছে চাই।


যে মহাপ্রাণ, হলো বলিদান,
আমরা তাদের ভাবনা ছাড়ি;
ভন্ডদের কথায় তাদের স্বার্থে,
অথৈ সাগরে দিলাম পাড়ি।


আর কতকাল পাড়বে রে গাল,
দুঃখের সাগরে ভাসি;
আয় সবে আয়,দিন চলে যায়,
এবার হাসিব দুঃখ নাশি।


৩রা ফাল্গুন,১৪২৬,
ইং ১৬/০২/২০২০
রবিবার অপরাহ্ন ২:৪৫।  ৯৩১, ২৯/০২/২০২০।