অনন্যসাধারণ কাব্যিক চয়ন,
নির্দ্বিধায় তৃপ্ত হয় মন।
প্রাণের আকুতি প্রাণের ভক্তি
খুঁজে বেড়ায় সেই শুক্তি।


আজীবন যারে যায় না ভোলা
অন্তরে থাকে সে যে তোলা।
মনে হলেই দেখি তারে
মনি-মুক্তার খনি খুঁড়ে ।


যারে আমি আজকে পেলাম
কালকে তারে পাবো না রে!
তাই মূল্য তাহার অনেকখানি
লেখা যাহা হৃদয় দানী।


প্রাণের সাথে প্রাণ মিলিয়ে
থাকুক তাহা সবার হিয়ে।
ধন্য হবে আবেগের ধন
পুণ্যভূমি এই হৃদয় মন।


২৬শে পৌষ, ১৪২৮,
ইং ১১/০১/২০২২,
মঙ্গলবার বেলা১১:০৬। ১৫৬৬, ১৯/০১/২০২২।