মৌল ভাবনার অন্ধকারে,
সমষ্টি ভাবনার আলোর মিছিল,
ভেবেই আনন্দ পাই;
দুঃসাহসিক এই মিছিলে,
সবাই আমরা সাথী হতে চাই।


আর আড়ালে নয় কো বন্ধু,
ঠেকেছে পিঠ দেয়ালে আজ,
মুক্ত হাওয়ায় মুক্ত আলোয়,
পরেছি আমরা আলোর সাজ।


বর্ম-সম সত্য মোদের
ভয়  পাবনা ঐ আঁধারের,
এ তো মোদের পণ;
চাইবো না আর পিছন পাণে,
শক্ত করে কোমর বেঁধে,
হাতে, হাতে, হাতটি রেখে,
লড়তে হবে-এই কঠিন রণ।


বাঙলা মায়ের রণতরী,
রুখবে কে আর এমন করি?
সত্যের নিশান উড়ছে তরীরপরে;
দূর করে সব-সেই সে আঁধার,
লড়াই শেষে আসবে আবার
সবাই আপন ঘরে ফিরে।


জয়ধ্বনি করবে সবাই,
মিথ্যাকে মোরা-আর না ডরাই;
মৌলবাদের আঁধারের সাথে এটাই হউক,
সত্য-রূপী আলোর লড়াই।


১৮ই শ্রাবণ, ১৪২৫,
ইং ০৪/০৮/২০১৮,
শনিবার, বিকেল ৪টা।