আদি মোদের শেখায় চলতে অন্ত কোথায় শেষ,
বর্তমানে এসেই যে সব হয়ে যায় নিঃশেষ।
সব জ্বালা যে বর্তমানে, থাকেনা ভবিষ্যতের রেশ,
আদি মোদের শেখায় চলতে অন্ত কোথায় শেষ।
আদি অন্তের এই যে খেলা- আছি সবাই মোরা বেশ,
সবকিছু পশ্চাতে ফেলে অন্তে এসে খুঁজি সেই দেশ,
আদি মোদের শেখায় চলতে অন্ত কোথায় শেষ,
বর্তমানে এসেই যে সব হয়ে যায় নিঃশেষ।


২৩ শে ভাদ্র, ১৪২৮,
ইং ০৯/০৯/ ২০২১,
বৃহস্পতিবার বিকাল ৪:৩১। ১৪৩৬, ১১/০৯/২০২১।