কামিনী গাছের ডালে বসে,
           বাজায় পাখি বাঁশী;
লাল রঙ্গের ফল ধরেছে,
        যেন সূর্য্যি মামার হাসি।


ফুলের গন্ধে মাতাল করে,
            ঐ সারা বর্ষব্যাপি।
কামনায় চাই, সেই কামিনী,
           পরান দেয় যে সঁপি।


সারা বছর সবুজ থাকে,
           পাতায় পাতায় ভরা;
আহাঃ মরি, এমন দেবী,
           কোথায় পাবে কারা?


সাদা ফুলে সাজায় দেহ,
         বুঝি শান্তির বার্তা আনে;
লাল ফলের টিপটি পরে,
          যেন সূর্য্যি মামার কনে।


বুকের ছোঁয়া দিয়ে তাঁরে,
              পাখিরা গান গায়;
পথচারীরা চলতে চলতে,
               ফিরে ফিরে চায়।


ধন্য মানি নিজেই মোরে,
            ছোট্ট থেকে বড় করে;
সেই কামিনী রাখলাম ধরে,
            আমার ছোট্ট আঙ্গিনায়।


১৩ই পৌষ, ১৪২৪,
ইং ২৯/১২/২০১৭,
শুক্রবার, বিকেল ৪টা।