যারে দেখিনাই আমি, অদৃশ্য নিরাকার,
        ভাবি সে-ই আধার;
যারে পেয়ে হারাই, হাত না বাড়াই,
         দুঃসময়ে তাহার।


যে দিয়েছে দুহাত ভরে আপন করে,
          তাঁরে চিনলাম কই?
সুখের দিনে আমরা ফুলমালা কিনে,
        অজানাকে পুজো দেই।


ওই সেই পূজার মন্ত্র, স্বার্থের তন্ত্র,
          বুকের মাঝে চলে;
পেয়েও পাওয়ার আশা, স্বার্থপরের ভাষা
           ধনতন্ত্রের কথা বলে।


সাম্যবাদে সমান সমান বিভেদ নাই মোটে,
যতটুকু পাই ততটুকু খাই যখন যাহা জোটে।


১২ ই বৈশাখ,১৪২৭,
ইং ২৫/০৪/২০২০,
শনিবার সকাল ১০:৩০। ৯৯৭, ০৫/০৫/২০২০।