জীবন যেথায় থমকে দাঁড়ায়,
           অবাক হয়ে দেখি,
হাসি কান্নার রূপটা যে এই,
           ভাবি সবাই একি!


জীবন যুদ্ধে লড়তে লড়তে,
         লড়াইটা যায় থেমে,
মাথার মধ্যে গোল পেকে যায়,
          অশ্রু আসে নেমে।


হায়রে জীবন, হায়রে মরণ,
         এমন কেন তোমার ধরণ?
হাসির মধ্যে কান্না এনে,
    তোমরা করছো মোদের বরণ।


কঠিন পথে চলতে চলতে,
         খুঁজে মরি শুধুই কারণ;
না পেয়ে সেই পথের দিশা,
          অদৃশ্যকে করি স্মরণ।


২৩ শে কার্তিক, ১৪২৬,
ইং তাং ১০/১১/২০১৯,
রবিবার সকাল ৮টা। ৮৪১, ২১/১১/২০১৯।