বড় তুমি ভাবো অতীতের কথা,
ছিল তোমার শৈশব-কৈশোর-যৌবন
সেই সব আজ সবই তুমি হারায়েছো,
হারায়েছো মহাআনন্দের সেই মৌবন ।


কৈশোর তুমি ভাবো আরবার,
ওই আগামী দিনের কথা;
গুড়িয়ে যাওয়া ওই বৃদ্ধকে দেখো,
একদিন তুমিও পাবে তার ব্যথা।


কত ভুল ত্রুটি ছিল ওই বৃদ্ধের,
মন প্রাণ দিয়ে শুনে লও তার কাছে
ওই অভিজ্ঞতাই তোমাকে পৌছে দেবে,
যেখানে পরম সত্য লুকানো আছে।


যোগ বিয়োগ যদি শূন্য হয়,
জীবন খাতায় বুঝিবে হিসাব ঠিক;
না হলে সব এলোমেলো হবে,
জীবন পথে হারায়ে ফেলিবে দিক।


আমার জীবনে তাহাই ঘটেছে,
কষ্ট পেয়েছি যে কত;
ভুলের সংশোধন হয়না জীবনে,
ভাবি আমি তাহা আজও।


এখনই যদি ভাবতে পারো,
আগত সেই  দিনের কথা;
তবেই হাসি আনন্দে কাটাবে জীবন,
আর পাবেনা কঠিন ব্যথা।


৩ রা আশ্বিন,  ২৪২৮,
ইং ২০/০৯/২০২১,
সোমবার সকাল ১০:৩৪। ১৪৪৫, ২০/০৯/২০২১।