বেদনা বাজে হৃদয় মাঝে,
না পাওয়ার ব্যথা-
          বুঝবেনা কেউ;
তাই অন্তর মাঝে-
বারে বারে উঠে আসে;
           সাগরের ঢেউ।
চোখ মেলে চেয়ে দেখি,
         সাথে নাই কেউ।।


সাগরের কূলে বসে-
            আমি একাকী;
গভীর আঁধারে-সাথে,
           সাথী-জোনাকী।


আঁধারের শেষে,
আলো হাতে এসে,
    পাশে এসে কেউ দাঁড়াবে কি?
হাত ধরে মোরে,
নিয়ে যাবে শেষে,
জানিনা-সে মোরে ভালবা্সবে কি?


ভালবাসার সাগরে-
        ঢেউ, তীর চুমে যায়;
তীর কভু নাহি-
         ঢেউয়ের পানে ধায়।


ভালবাসা প্রাণের আশা,
         ভাবতেই ভাল লাগে;
জানে সবে এলেই ফুরাবে,
        তবু অন্তরে তাই মাগে।


হেথা নাই-
পার্থিব দেওয়া নেওয়া,
     এতো উপলব্ধির ভাষা;
শুধুই হৃদয়ের মহত্ত্ব বাড়ায়,
      এই কি প্রকৃত ভালবাসা?


৩০শে বৈশাখ, ১৪২৪,
ইং ১৪/০৫/২০১৭,
সকাল ১১.৩০, রবিবার।