স্বাধীনতা পেয়েছিলাম সেই কতকাল আগে,  
                 অনেক রক্তের বিনিময়।
স্বরাজের দেশে তাহা হারিয়ে গেছে,
          তাই প্রশ্ন করি, আমরা কি স্বাধীন?
এই শোষক- শাসকের কাছে?


দেশের সম্পদ নাম মূল্যে বিক্রি করে,
                ব্যক্তি মানুষ মুনাফা লোটে;
অর্থের জোরে তাঁরাই আজ নির্বাচিত মানুষের ভোটে।


শিক্ষা পেয়েছে কুশিক্ষার রূপ,
ন্যায় ধরেছে অন্যায়ের ধূপ,
     ন্যায় দণ্ডধারী সত্যের নামে মিথ্যা কথা কয়;
উত্তর চাইলেই হয় মাওয়াবাদী,
             নয় তোবা উগ্রপন্থী হওয়ার ভয়।


দেশের শিক্ষিত ছেলেমেয়ে আজ বেকার,
            কে দেবে তাঁদের কাজের অধিকার?


কর্মক্ষেত্র সংকুচিত করে, শাসনের নামে,
         বেকারকে বিপথগামী করে স্বার্থের তরে;
এই কি স্বরাজ? এই কি স্বাধীনতা?
          মেহনতি মানুষের মৃত্যুর সড়ক ধরে?


ছিনতাই, রাহাজানি, ধর্ষন মানহানী,
                  যা পারিস নে করে নে;
সব অন্যায় ন্যায় হবে,
           ধর্ম, জাতে, মানুষকে ভাগ করে দে।


তা না হলে, ভোটের বৈতরণী পার করবে কে?
মানবতা, মনুষ্যত্ব, মুখ খোলার অধিকার,
                         নে কেড়ে নে;
নতুন ভাবনা, নতুন চিন্তা, আর নতুন স্বাধীনতা,
                       দে- ছড়ায়ে দে।  

২৮শে শ্রাবণ, ১৪২৫,
ইং ১৪/০৮/২০১৮,
মঙ্গলবার, বিকেল ৫টা। ৫৫৩ তাং ১৪/০৮/২০১৮।