সেই অজানাকে জানতে চাওয়া,
       আর অন্ধকারে হাতড়ে মরা,
               এ যেন একই ধারা।
তবুও যে খুঁজতে হবে,
      বাঁচতে হবে, মরতে হবে,
             জীবন পথে চলতে হবে।
অজানা ওই অন্ধকারে,
   আলো জ্বেলে বলতে হবে,
      পাবো খুঁজে অজানাকে
          ধীরে ধীরে আপন করে,
                   নিজের মাঝে।
আদি থেকে সেই যে চলা,
  নতুন সৃষ্টির কথা বলা,
     তাই যে মোরা জঙ্গল ছেড়ে,
         সবাই মিলে এলাম ফিরা,
          আধুনিক এই অ্যাপার্টমেন্টে।
জঙ্গলের সেই আঁধার কারা,
   ভাঙ্গলো মোদের আলোর ধারা,
                একটু একটু করে।
সত্য পথের পথিক যারা,
    অকুতোভয় হয়না হারা,
            প্রমান রাখে সৃষ্টি দিয়ে।
নতুন সৃষ্টি, নতুন দৃষ্টি,
    ছড়িয়ে যাক জগৎ জুড়ে
        মুক্ত হাওয়ায়, মুক্ত কন্ঠে,
            জাগুক ধরা এবার ঘুরে।


২৮শে ভাদ্র, ১৪২৫,
ইং ১৪/০৯/২০১৮,
শুক্রবার, সকাল ৯টা। ৫৮৪ তাং ১৬/০৯/২০১৮।