স্মরণ করি তাঁদের-
          যারা ছেড়ে গেছে মোরে ;
পারি নাই রাখতে ধরে,
                তাদের আপন করে ।
  
আধ ঘুম, আধ জাগরনে ,
কথা কই তাঁদের সনে ,
        নীরব নিথর নিশুতি রাতে ;
আমি হাসি কাঁদি গান গাই ,
                নিজেই নিজের সাথে ।


ঘুম থেকে উঠে দেখি ,
  চারিদিকে ফাঁকা একি!
               কেউ নাই পাশে মোর;
মনের সংঘাত হেথা ,
পরাণে বাজে ব্যথা ,
              কাটে নাই চিত্তের ঘোর ।


একাই তো এসেছিলাম ,
                     মায়ের আঁচল ধরে ;
চারি পাশে জড় হয়ে ,
                   দেখেছে আপন করে ।


  ভালবেসে কোলে তুলে নিল ওরা ;
  স্নেহের পরশ দিয়ে চেনাল যে ধরা।


  অন্তরে অন্তর রাখি –
                       আমি যে আপন হলাম ;
  সুখে দুঃখে পাশে পেয়ে –
                কঠিন সময়,পেরিয়ে এলাম ।


      আজ তাঁরা নাই –
              মরমের খাতা আজ ভরা ;
      বারে বারে হৃদয়ের দ্বারে ,
             সেই স্মৃতি এসে দেয় নাড়া ।


                  ১৭ই আষাঢ়, ১৪২৩ ।
                  ইং ২রা জুলাই, ২০১৬
                  শনিবার ,সকাল ৮ টা । ১০৮২, ২৯/০৭/২০২০।