আকুতি শোনালো আকুলই বিকুলই,
           আখেরের সেই রাতে;
কি যে ধন তাঁর হারায়ে গেল,
           জীবন প্রদীপের সাথে।


ছিল ভাল হেথা, বুকে ছিল কথা,
             ব্যথার প্রদীপ জ্বেলে;
এক লহমায় ভুলায়ে দিয়ে যায়,
             জগৎ পশ্চাতে ফেলে।


জীবনের গতি, হেথা এই পরিণতি,
              নোঙর ফেলেছে ঐ;
কেন ডাকাডাকি, সবই তো ফাঁকি,
             কে-কারে বাঁচায় কই?


সবাই চলে যাবে, কে কোথা রবে?
             ভাবনায় আঁধার ঘেরা;
আখেরের রাতে, কেউ-থাকিবেনা সাথে,
             একাকী যাবো যে মোরা।


১৮ই কার্তিক,১৪২৪,
ইং ০৫/১১/২০১৭,
রবিবার, বিকেল ৫.৩০।