আলো ঝরা সেই দিনগুলো,
      কোথায় হারিয়ে গেল;
              জানি না তো।
অতীতের পানে চেয়ে চেয়ে,
     আছি বসে স্মৃতি নিয়ে,
             আমি তাই তো।
আছি আমি এই বর্তমানে,
     নীরবে একা একা বসে;
       অনেকেই ক্থা বলেনা তো।    
একান্ত মনের গোপন কথা,
    ভালো লাগার সেই ব্যথা,
         আজও আমি পাই তো।
বর্তমানে দেখি একী সব!
    না পাওয়ায় ওঠে কলরব,
          অদ্ভুত জীবন এই তো।
স্বপ্ন গড়ি, স্বপ্ন ভাঙ্গি,
   মনবনের রঙ্গিন ফুলে রাঙ্গি,
       অবাস্তব বাস্তব হয় তাই তো।
স্বপ্ন যদি ভেঙ্গে যায়,
    সেটাই তো বড় ভয়,
       বিকল্প মোটেই তার নাই তো।
জন্ম-মৃত্যুর খেলা ঘর,
       নাই হেথায় আপনপর,
          মোদের জগৎটা এই তো।


২৭শে ভাদ্র, ১৪২৫,
ইং ১৩/০৯/২০১৮, শনিবার, রাত ১১টা। ৫৮৬ ত্নগ ১৮/০৯/২০১৮।