জীবনের সুখ শান্তি দুঃখ কষ্ট,
সবই ঘটবে বাস্তব জীবনে;
পরকাল শুধুই আঁধারে ঢাকা,
তারে পাইনি যুক্তির মননে।


বিভিন্ন অণু-পরমাণুর সংযোজনে
হয় নানান পদার্থের সৃষ্টি;
ধ্বংসের পরে ফেরে আদিতে,
আমরা দেই না তথায় দৃষ্টি।


ব্রহ্মবাদ আর বিজ্ঞান হল
অন্ধকার আর আলো;
যুক্তিতর্ক হীন অন্ধকার,
ঘুচায়ে না মনের কালো।


শুধুই মৃত্যুভয়ে এই ব্রহ্মবাদ,
থাকে বন্ধ ঐ অন্ধ ঘরে;
অন্ধকার থেকে আলোয় আসা,
চেতনার কঠিন যুদ্ধ ওরে।


কম সংখ্যক লোকেরাই পারে
সেই কঠিন যুদ্ধ করতে জয়;
অন্ধ বিশ্বাস নিয়ে ক্রমে ক্রমে,
মূল্যবান জীবনকে করে ক্ষয় ।


দুর্বল মন করে যায় রণ,
পারেনা আলোয় ফিরতে;
ওই অন্ধবিশ্বাস সাহায্য করে,
তাকে কঠিন আবরণে ঘিরতে।


ঘরের মধ্যে লুকিয়ে থেকে
যায় কি কভু বাঁচা?
আলোয় এসে যুদ্ধ করা,
জীবনে সেটাই হবে সাঁচা।


৮ ই ভাদ্র, ১৪২৮,
ইং ২৫/০৮/২০২১,
বুধবার সকাল ১০:০৭। ১৪২৬, ০১/০৯/২০২১।