রাত্রি শেষে ঊষার উদয়,
                         উদাস করে ব্রহ্মক্ষণে;
মোহময় অরূপ আলোর ধারা,
                          নামবে বুঝি প্রস্রবণে।


আলোর ধারা মাতিয়ে দেয়,
                          ক্রমে ক্রমে বিশ্বজুড়ে;
নানান রঙে নানান রূপে,
                          মৃদুমন্দে উঠছে ফুঁড়ে।


গাছে গাছে পাতায় পাতায়,
নাচন জাগে আলোর ধারায়,
                       নিশুতি ঐ রাতের শেষে;
ইন্দ্রজালে ভাসিয়ে দিয়ে,
রূপের মোহে সবার হিয়ে,
                   হাসে আলো প্রেমের বেশে।


অনন্য সেই মায়াজালে,
মায়াবনবিহারিনী আপন তালে,
                            পরশে হৃদয় সবার;
তাইতো দেখি প্রভাত বেলায়,
ভাসে সবাই আপন ভেলায়,
                          জাগানিয়া গানে গানে।


প্রভাত বেলায় ধরার সবাই,
                        চিত্ত দুয়ার দাও খুলিয়া;
আলোর ছোঁয়া আপন মাঝে,
                      প্রাণভরে সব লও তুলিয়া।


৬ ই আশ্বিন, ১৪২৬,
ইং ২৪/০৯/২০১৯,
মঙ্গলবার, ভোর ৬:১৫ মি:। ৭৮৮, ২৪/০৯/২০১৯।