কথার কথা যন্ত্রণাটা,
             বুকে আঘাত করে;
আঁধার রাতে আলো শূন্য,
              কেমন থাকি ঘরে।


আলোর শিখা দেখতে যে পাই
            প্রাণের মাঝে ওরে;
গল্প দিয়ে শেষ করো না,
              মত ও মতান্তরে।


মত যে আমার, মত যে তোমার,
           তাহা শেষ কথাটা নয়;
ওই শেষ কথাটা বলার জন্য,
           চিত্ত -চেতন শক্তি বয়।


চোখ বুজিলে ও আলোর শিখা,
            দেখতে মোরা পাই;
সেই আলোর ছোঁয়ায় আঁধার যাবে,
            হিংসা-প্রেমে লবে ঠাই।
            


১৯ শে শ্রাবণ, ১৪২৬,
ইং ০৫/০৮/২০১৯। ৭৫০ তাং ০৯/০৮/২০১৯।