আমার খেলার সাথী,
     পথ হারালো,
        জীবন সাথীর তরে;
সে যে আপন ছাড়ি
     গেল চলে-
         পরের ঘরে ওরে।


কেউ এলো না,
     খোঁজ নিল না,
        আপন করে তারে;
চোখের জলের,
     জোয়ার ভাটায়,
        ভাসে পরের ঘরে।


পরের দায়-
     নিয়ে ঘাড়ে,
         হৃদয় ঝড়ে মরে;
আপন ভেবে-
     কেউ এলোনা,
        শান্তনা দিতে তাঁরে।


তাঁর ব্যথা তো-
     কেউ নিল না;
       কাঁদে অন্ধকারে পরে;
আমার খেলার সাথী,
     পথ হারালো,
        জীবন সাথীর তরে।


ও সে অন্ধকারে-
     হাতরে মরে,
        আপন মুক্তির তরে;
অবশেষে মুক্তি পেল
    শান্তির খোঁজে,
       এই ধরণীটাই ছেড়ে।


আমার খেলার সাথী,
     পথ হারালো,
        জীবন সাথীর তরে।


১৩ই ভাদ্র, ১৪২২,
ইং ৩১/০৮/২০১৫,
সোমবার, রাত ১০টা। ৮০৯, ১৭/১০/২০১৯।