আমরা আপন কাকে বলি?
পথে হাঁটতে হাঁটতেই একসাথে চলি;
আমরা আপন কাকে বলি?


আত্মায় আত্মায় মিলন ঘটে
চলতে চলতে পথে;
পরই আপন হয় ভাবনার মিলন হতে।


হাতে হাত রাখি বুকে রাখি বুক,
অপলোকে তাকায়ে দেখি তার মুখ,
অপূর্ণ পূর্ণ হয়, আহা- বড় সুখ!


ভাবনার জাল বুনি একা বসে ঘরে,
বুঝি - আমি একা নই,
চারিদিকে আপন র‍্ছেযে ছড়িয়ে-ছিটিয়ে।


১২ই পৌষ, ১৪২৬,
ইং ২৯/১২/২০১৯,
রবিবার, সকাল ৮টা। ৮৭৫, ০১/০১/২০২০