আমি যদি তুমি হই,
আমার অস্তিত্ব থাকে কই,
        দুইয়ে মিলে হয়ে যাব এক;
প্রভাতের ঐ আলোর মত,
আছে স্বপ্নভরা ভাবনা কত,
      উঠবে জেগে সৃষ্টি রসের রাগ।


নতুন ভাবনা, নতুন প্রাণ,
সে যে ঐ নতুনেরই দান,
   হেথায় আসবে সবাই আপন ভেবে;
চাই না থাকতে অপেক্ষায়,
জীবন মৃত্যুর আছে যে ভয়,  
       তাই তো হাত বাড়ায়ে রবে।

তোমার হাতে রেখে হাত,
কেটে যাবে কঠিন রাত,
       ছুটবে তরী ভবিষ্যতের পানে;
দক্ষিণ হাওয়ায় উড়বে পাল,
আমি-তুমি ধরবো হাল,
       জগৎ ভাসবে ভাটিয়ালি গানে।


২৯শে চৈত্র, ১৪২৪,
ইং ১৩/০৪/২০১৮,
শুক্রবার, সকাল ৭.৪০  মিঃ । B.K. 450