আমি যখন একলা থাকি মনে,
অতীত বর্তমান মাথায় ভেঙে পড়ে।
তখন চোখের সামনে ভেসে ওঠে,
কথা বলে স্মৃতিগুলো পরিচিত ঠোঁটে।


আমার মাঝে ঘুরে বেড়াই আমি,
ভাবতে গিয়ে অশ্রু আসে নেমে;
ছিলাম কোথায়, এলাম কোথায়,
বুকের ভাষা সকলি যায় থেমে।


জীবন পথের এ কোন পথিক মোরা?
ভাবতে গিয়ে হই যে দিশা হারা।
আশার আলো দেখি নাতো কিছু,
ছুটি শুধু অজানা ঐ ভবিষ্যতের পিছু।


এসে বর্তমানে- প্রাণের টানে ঘুরি,
সুখস্মৃতি বর্তমানের দুঃখের সাথে জুড়ি।
দুঃখের বোঝা প্রতিদিন যায় বেড়ে;
শান্তি ছেড়ে বেদনাটাই আসছে বুঝি তেড়ে।


সকল সুখের বোঝা, দুখের বোঝা,
বুঝতে পারা নয় তো সোজা।
দীর্ঘশ্বাসে এবার যাচ্ছি বুঝি ঘেমে,
এমনি করেই সকল পথিক একদিন যাবে থেমে।


১৯শে ফাল্গুন,১৪২৬,
ইং ০৩/০৩/২০২০,
মঙ্গলবার বেলা ১টা। ৯৪৭,  ১৬/০৩/২০২০।