সময় চলে গেলে নীরব-নিথর পাথর হয়ে,
      থাকবো পরে আমি;
সবুজ হরিদ্রা হবে, কেউ কাছে নাহি রবে,
     তাকায়ে রবে অন্তর্যামী।


বিদায়ের ঢক্কানিনাদ, মনের অন্ত বিবাদ,
      প্রকাশিবে ধীরে ধীরে;
আপন যারা ছিল, ক্ষণিকেই পর হলো,
     দাঁড়ায়ে মানুষের ভীড়ে।


দানিবে এই দেহখানি নয়নে অশ্রু আনি,
      মহাকালের অগ্নির হাতে;
ধীরে ধীরে ভস্ম হবে, রূপ-রস নাহি রবে,
    বন্ধন ছিন্ন হবে ধরণীর সাথে।


হায়রে হায় মহাকাল! ছড়ায়ে রেখেছো জাল,
     এতটুকু ভুল নাই কোনখানে;
পাবেনা রেহাই কেহ,আপন-পর হওনা ওহো!
     জীবন মৃত্যুর ঐ বানে।


কেটে যাবে ভয়-ভূত, ছিঁড়িলে বন্ধন সূত,
      উড়িবে নীল মহাকাশে;
নীরব নিঝুম ধরা দেহ হবে আত্মা-হারা,
     ঐ অমোঘ মৃত্যুর শেষে।  


৮ই কার্তিক, ১৪২৫,
ইং ২৬/১০/২০১৮,
শুক্রবার, বেলা ১০টা। ৬১৯ তাং ২৮/১০/২০১৮।