অভিমানে অভিমানী
কাঁদে তার হৃদয়খানি
বাৎসল্য রসে;
অমোঘ সৃষ্টি সুধা,
মেটায় প্রাণের ক্ষুধা,
ব্যাকুলতার শেষে।


জীবনের শেষে মৃত্যুর বেশে
একদিন হবে যুগের শেষ;
পথের দিশারী, যুগ বিহারী,
রেখে যাবে সেই রেশ।


সাম্য সনাতন, সুন্দর মন,
যাবে নতুনের জন্য রেখে;
নতুনেরা যাবে মানবতা নিয়ে,
সেই মনুষ্যত্ব বোধ শিখে।


মান আর হুশ আসুক,
এই মানুষের প্রাণে;
সুন্দর ধরণী ভরে উঠুক,
হাসি, আর গানে।


১৮ ই চৈত্র,১৪২৬,
ইং ০১/০৪/২০২০,
বুধবার বেলা ১১:৩৫। ৯৬৪, ০২/০৪/২০২০।