আমরা আজ ছন্নছাড়া,
তাই অজানাকে ভয় পাই;
জগৎজুড়ে বইছে হাওয়া,
খিরকি দুয়ার বন্ধ দাওয়া,
আমরা কোথায় যেতে চাই?


সরল গরল মিলেমিশে,
বিশ্ব ভরছে ভাবনার বিষে।
বইছে আজ কঠিন হওয়া,
প্রেমের সংগীত শুধুই গাওয়া।
জীবের অস্তিত্বটা কেমনে রবে,
হিংসা-দ্বেষ মিটলে তবে?


কেউ কৃষ্ণের মন্দিরে নামাজ পড়ে,
কেউ শনি পূজার জন্য মসজিদে আবেদন করে।
সুখ-শান্তি মনের ভ্রান্তি,
ভাবতে গেলে অশ্রু ঝরে,
হিংসা দ্বেষের এই ধরাতে
শান্তি আসবে কেমন করে?


আলো শূন্য আঁধার ধরা,
জগত চালায় আজ কারা?
নতুন ভাবনা না এলে আর,
সকল ধর্মেরই হবে যে হার।


১৯ শেষ কার্তিক, ১৪২৭,
ইং ০৫/১১/২০২০,
বৃহস্পতিবার রাত ১২:০৩। ১১৮৪, ০৮/১১/২০২০।