"আমরা ভালো নাই"
জীবন যন্ত্রণার এটা এক রূপ।
ভালো থাকতে হলে অন্যের ভালো চাইতে হয়,
চাওয়াটা যেন স্বার্থপরতা না হয়।
মা ভালোবাসে সবকিছু উজাড় করে দিয়ে,
আর আমরা ভালোবাসি পাওয়ার আশা নিয়ে।


মার কাছে যাহা পেলাম তাহাই হওয়া উচিত ছিল জীবনের পাথেয়,
সেই পাথেয়টাই অপাত্রে দান করে হয়ে গেলাম নিঃস্ব;
পথে চলতে চলতে যেদিকে তাকাই শুধু দেখতে পাই স্বার্থপর বিশ্ব।


এখানে লড়াই শুধুই ব্যক্তিস্বার্থে;
আমি কতটুকু পেলাম সেই অর্থে।

আমরা শুধুই ভাবি,  আমাদের ভান্ডার যেন শূন্য না হয়,
আমাদের কেবল সেটাই ভয়।


মা দেয় ভালোবাসা উজাড় করে, হয়ে যায় নিঃস্ব,
তাইতো মায়ের কাছে আনন্দের বিশ্ব।


সবকিছু থেকেও আমরা সব কিছু হারাই আর বলি আমরা ভালো নাই।
ভালো থাকতে গেলে, মায়ের মত একটা হৃদয় চাই,
তাহলেই মন প্রাণ কখনো বলবে না "আমরা ভালো নাই"।


আমরা যদি হতে পারতাম মায়ের মত,
তাহলেই জীবন থেকে দুঃখ যাতনা সব চলে যেত।
যত দুঃখ সইতে হয় সম্পদের পাহাড় গড়ে,
মাথার যন্ত্রণা কমবে না ভান্ডার শূন্য না করে।


যোগ হলেই বিয়োগ হবে, আমরা সবাই জানি,
শূন্যই জীবনের শেষ কথা, আমরা কি তা মানি?
শূন্যই পুণ্য, জীবনের থাকেনা কোন চাওয়া পাওয়া,
শান্তির আবহে বসন্ত বাতাসে শুরু হোক জীবন তরী বাওয়া।


১৭ই আষাঢ়, ১৪২৬,
৩রা জুলাই, ২০১৯,
বুধবার সকাল আটটা।  ৭২৫ তাং ০৩/০৭/২০১৯।