তবুও তো আমরা বলি মা,
অন্য কেউ সন্তানের দায় নেবে না।
কে স্বৈরাচারী? কে ব্যভিচারীনী? বলতে পারিনা,
শুধুই বলতে পারে মা।
জীবন সৃষ্টি যৌনতায়,
লজ্জা নাই তো মৌনতায়,
যদি তাহার দ্বৈত ইচ্ছায় হয়।
জীবনধারণ একটা ইচ্ছা,
কেমনে বলি এটা কেচ্ছা?
আমরা যারা ক্ষমতাবান, পারিনা তো করতে পুরন,
* ওই মায়ের ইচ্ছা।
পশু বলবো পাশবিকতায়,
যারা অর্থের জোরে ক্ষমতার জোরে
মায়ের শরীর ভোগ করে;
শত দুঃখ কষ্ট শরীরে বয়ে এই মা-ই সন্তান জন্ম দেয়,
তাইতো আমরা হাসি খেলি আসি এই সুন্দর ধরায়।


৯ ই আশ্বিন, ১৪২৬,
ইং ২৭/০৯/২০১৯,
শুক্রবার সকাল আটটা।৭৯৩, ২৯/০৯/২০১৯।