আমরা ভাবি, আমরা বুঝি,
আসলে কিছুই বুঝিনা;
মা দিয়েছে জন্ম মোদের,
বিপদ ছাড়া তারে ডাকি না।


ডাকার সময় কখন পাবি?
আস্তে আস্তে সব হারাবি,
   অন্তরের খোঁজ কেন করলি না;
প্রভাত থেকে দুপুর হল,
সূর্য বুঝি অস্ত গেল,
     তবুও তুই আসল বুঝলি না।


আসল নকল কোনটা ভালো,
কোনটা তোরে পথ দেখালো,
  আজও বোঝার চেষ্টা করলি না;
জীবনটা যে ছোট্ট অতি,
ঠিক করে নে চলার গতি,
        না হলে আর সময় পাবি না।


ওরে অবুঝ, ওরে সবুজ,
সময় গেলে ফুটবে যে সুজ,
       রক্ত ক্ষরণ হবে বুকের মাঝে;
দিনের শেষে সব হারাবি,
কেঁদে কেঁদে বুক ফাটাবি,
লাগবি না তুই ধরার কোন কাজে।


২১ শে শ্রাবণ, ১৪২৬,
ইং ০৭/০৮/২০১৯,
বুধবার, বেলা ১০:৩০। ৭৫০, তাং ০৮/০৮/২০১৯।