আমরা একদিন হারিয়ে যাব,
               এই ধরা থেকে;
কেউ তো আর পাবেনা খুঁজে,
             কঠিন পথের বাঁকে।


জন্ম থেকে ছিলাম হেথায়,
              মাটির সাথে মিশে;
সবার রক্তে ছিল ভালবাসা,
             তাহা নয় তো মিছে।


যে পাঁচিল ছিলনা কভু,
            আমার তোমার মাঝে;
এবার তাহাই বড় হবে,
             নিত্য দিনের কাজে।


সময় কোথায় মনে করার?
              যারা ছিল হেথা;
স্মৃতিসৌধ নাই যে কারও,
      যেথায় বসে বলবে দুটি কথা।


হিয়ার মাঝে ঢেউ উঠিবে,
              ঝরবে আঁখি জল;
নয়ন তারা সন্ধ্যাকাশে,
               ফোটাবে শতদল।


তাইতো বলি রেখে যেতে,
              মনের গোপন কথা;
স্মৃতির খাতায় উঠবে জেগে,
             তোমার আমার ব্যথা।


১লা ভাদ্র, ১৪২৪,
ইং১৮/০৮/২০১৭
শুক্রবার,রাত ১০টা।