জন্মের পরে ক্রমে ক্রমে আমরা হারিয়ে যাই,
সেই চাওয়া-পাওয়ার ব্যক্তিস্বার্থের আবহে।
নিজের আনন্দ নিজের সুখ শুধুই আমরা চাই,
জন্মের পরে ক্রমে ক্রমে আমরা হারিয়ে যাই।


পেলেই আনন্দ না পেলে দুঃখ, আমরা পাই,
মানবতা, মনুষ্যত্ব  এটাই যে মানুষের রহে;
জন্মের পরে ক্রমে ক্রমে আমরা হারিয়ে যাই,
সেই চাওয়া-পাওয়ার ব্যক্তিস্বার্থের আবহে।


১৪ ই আশ্বিন, ১৪২৮,
ইং ০১/১০/২০২১,
শুক্রবার সকাল ৮:১৮। ১৪৫৬, ০১/১০/২০২১।


We get lost (Trialot)
                Chitta Ranjan Sarkar


Gradually  we get lost after birth
In the atmosphere of personal interest.
We only want our own happiness, thou hath
Gradually  we get lost after birth.


If we get, feel happy, if not, sorrow comes rath.
Humanity and humanness is only the path of rest,
Gradually  we get lost after birth
In the atmosphere of personal interest.


14th Ashwin, 1428,
Eng 01/10/2021,
Friday at 6:17 p.m.