তুমি নও আমার, আমি নই তোমার,
     মোরা নহি কারও ফুলহার;
কামনার কারণ মোদের করেছে বরণ,
  কে তুমি? কে আমি? কে কার?


কোথা ছিনু মোরা, হয়ে পথহারা,
       কেন-ই বা এসেছি হেথায়?
এ কি সৃষ্টির ছটা, না পাশবিকতা,
       না শুধু ব্যক্তি মৌলিকতায়?


ক্ষনিকের তরে আছি কাছাকাছি,
প্রকৃতির তালে খেলি কানামাছি।              
      সময় এলে যাবো মোরা চলে;
      ভাল, মন্দের কত কথা বলে।


রাশি রাশি ভাবনায় আসি,
দেখি -
একোন জগৎ, একোন হাসি,
         যোগ বিয়োগের খেলা ঘরে;
মেলে না কিছুই মৌলিকতায়,
একক ভাবনা, একক ব্যথায়
          গোল পাকায় আপন পরে।  


আমরা কারা? পাই না সারা,
             গভীর সে চিত্ত মাঝে;
ছোট্ট এ জীবন, ছোট্ট ভাবনা,
            অস্ত যাবে সন্ধ্যা সাঁঝে।
২৬শে চৈত্র, ১৪২৫,
ইং ১০/০৪/২০১৮,
মঙ্গলবার, সকাল ৮টা। বি কে ৪৩৮।